আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন সিরিজের টিকিট এবার সম্পূর্ণ অনলাইনে বিক্রি করবে। টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ (১৫ জুলাই) থেকে। বিসিবির নির্ধারিত ওয়েবসাইট থেকে কিনতে পারবেন দর্শকরা।
এর আগে বিসিবি পরিচালক মাহবুব আনাম জানিয়েছিলেন, এবার মাঠে প্রবেশের জন্য প্রিন্টেড কপি সঙ্গে আনতে হবে না। মোবাইলে ই-টিকিট দেখালেই প্রবেশ করা যাবে মাঠে। টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া এবার থেকে অনলাইনভিত্তিক, ব্যাংক থেকে সরাসরি বিক্রির ব্যবস্থা রাখা হয়নি।
তবে ম্যাচের দিন যদি কোনো টিকিট অবিক্রিত থাকে, সেগুলো স্টেডিয়ামের বাইরে নির্ধারিত বুথে পাওয়া যেতে পারে। এ সংক্রান্ত তথ্য পরে বিসিবির ডিজিটাল মাধ্যমে জানানো হবে।