রংপুরের শহীদবাগে আলোর বাহনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৫ সম্পন্নয় ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘আলোর বাহন’-এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ পালন করা হয়েছে। এ সময় সাব্দী দারুসসুন্নাহ আলিম মাদরাসা, প্রাণনাথ আদর্শ উচ্চ বিদ্যালয়, প্রাণনাথ এবতেদায়ী মাদরাসা, ফকিরটারী নূরানী মাদ্রাসাসহ শহীদবাগের বিভিন্ন মসজিদ ও জনসাধারণের মাঝে নানান রকম গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
এবারের স্লোগান ছিলো- ‘একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ্য বাতাস লাগুক সবার প্রাণে’। মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন আলোর বাহনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শহীদার রহমান শহীদ।
মাসব্যাপী এ কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন সাব্দী আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হযরত আলী, উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বের আলম শামসী, সহকারী অধ্যাপক মাওলানা ইমদাদুল হক, প্রাণনাথ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, প্রাণনাথ ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোঃ আতিউর রহমান, সাব্দী মাদরাসার সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, প্রাণনাথ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রমজান আলী, আনোয়ার হোসেন, ইয়াকুব আলী, প্রাণনাথ ইবতেদায়ী মাদরাসার সহকারী শিক্ষক আমজাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোর বাহন-এর সভাপতি আসাদ হোসেন মিঠুন জানান, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আলোর বাহন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবারের ন্যায় এবারেও আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৫ হাতে নিয়েছি। কর্মসূচি বাস্তবায়ন করতে যারা সময়, শ্রম, পরামর্শ ও আর্থিকভাবে সহযোগিতা করেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোর বাহন-এর অফিস সম্পাদক আব্দুল্লাহীল কাফী জানান, আলোর বাহন এবার উন্নতমানের কলমকৃত ৫০টি হাঁড়িভাঙ্গা, ৪০ টি লেবুসহ নারিকেল, কাঁঠাল, পেয়ারা, মেহগণি মিলিয়ে প্রায় ২০০টি গাছের চারা রোপণ ও বিতরন করেছে।
এ সময় আরও উপস্তিত ছিলেন, আলোর বাহন এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম, অফিস সম্পাদক আব্দুল্লাহীল কাফী শামিম, প্রচার সম্পাদক সৈয়দ মাহদী আল হাসান, ক্রীড়া সম্পাদক শিমুল ইসলাম, সাহিত্য সম্পাদক মুহিবুল্লাহ, সংস্কৃতি সম্পাদক জুলফিকার হাসান নীরব, কার্যনির্বাহী সদস্য ইয়ামিন মওলা, মোঃ বাবু মিয়া, আসাদুল্লাহ আল ফয়সাল, শাহরিয়ার সাদিক, ফাইযুর রহমান ফাহিম, সদস্য জাহিদ, আসিব, মাসুদ রানা, মাহিন প্রমূখ সদস্যগণ।