অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত জাবি শিক্ষার্থী আব্দুল্লাহর দায়িত্ব নিলো ছাত্রশিবির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রসায়ন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেলেও অর্থের অভাবে অনিশ্চিত হয়ে পড়েছিলেন জামালপুরের মেধাবী শিক্ষার্থী মো: আব্দুল্লাহ আল মামুন।
তবে হতাশার সেই মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্রশিবিরের জাবি শাখা। সংগঠনটি তার ভর্তি সংক্রান্ত সব ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছে।

জানা যায়,জামালপুর জেলার সরিষাবাড়ি থানার নিয়োগীর টাঙ্গোর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী। চার ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। বাবা মো: সুলতান মিয়া পেশায় দিনমজুর হলেও অসুস্থতার কারণে বর্তমানে কর্মক্ষম নন। মা হাজেরা বেগম গৃহিণী। এ অবস্থায় প্রায় ১৫ হাজার টাকা ভর্তি ফি ও অন্য খরচ জোগাড় করা তাদের পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।

গতকাল রোববার সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে ইসলামী ছাত্রশিবিরের জাবি শাখার নেতারা আব্দুল্লাহর ভর্তির পুরো দায়িত্বভার নেবেন বলে জানিয়েছেন।

ইসলামী ছাত্রশিবিরের জাবি শাখা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেছেন, আমরা বিশ্বাস করি, প্রতিটি মেধাবী শিক্ষার্থীই পড়াশোনার সুযোগ পাওয়ার অধিকার রাখে। আর্থিক সঙ্কট বা শারীরিক সীমাবদ্ধতা তার শিক্ষাজীবনের অন্তরায় হতে পারে না। আব্দুল্লাহর মতো মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। আমরা সবসময় শিক্ষার্থীদের জন্য এরকম কল্যাণমূলক কাজ করে আসছি। ইনশাআল্লাহ, তার উচ্চশিক্ষার পুরো যাত্রাতেই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে রাখব।

এ বিষয়ে আব্দুল্লাহ বলেছেন, ‘স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্তি হতে পারবো কিনা ভেবে দিশেহারা হয়ে পড়েছিলাম। ছাত্রশিবির আমার ভর্তির দায়িত্ব নিয়েছে এ জন্য আমি কৃতজ্ঞ। এখন আমি পড়াশোনার মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করতে চাই।’

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবন্ধী কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *