গাজায় চলছেই ইসরায়েলি গণহত্যা, ২৪ ঘণ্টায় নিহত ৮৭ জন

ইসরায়েলের আগ্রাসনে গাজায় ফিলিস্তিনিদের মৃত্যু মিছিল থামছেই না। শুধু গত ২৪ ঘণ্টায় (একদিনে) বিভিন্ন হাসপাতালে এসেছে ৮৭ জনের মরদেহ। এর মধ্যে ক্ষুধা ও অনাহারে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে আর খাদ্য সংগ্রহে গিয়ে ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, গত । এছাড়া আহত হয়েছেন আরও ৪০৯ জন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৭৭৬ জনে। মন্ত্রণালয়ের দাবি, অনেক হতাহত এখনো ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছে না।

এদিকে মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণহানিও বাড়ছে। শুধু গত ২৪ ঘণ্টায় খাদ্য সংগ্রহে গিয়ে ৩১ জন নিহত এবং অন্তত ১৩২ জন আহত হয়েছেন। ফলে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২ হাজার ৪১৬ ফিলিস্তিনি। এ সময় আহত হয়েছেন ১৭ হাজার ৭০৯ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অনাহার ও অপুষ্টিজনিত কারণে মোট ৩৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩৮ জনই শিশু। আন্তর্জাতিক সংস্থা আইপিসি ইতোমধ্যেই গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের কথা নিশ্চিত করেছে। সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ মধ্য গাজার দেইর আল-বালাহ ও দক্ষিণের খান ইউনুসেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে।

সূত্র : আনাদোলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *