রাত পোহালেই ডাকসু নির্বাচন : যেভাবে ভোট দিবে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে হলের বাইরে নির্ধারিত আটটি কেন্দ্রে।

এবারের নির্বাচনে ব্যালটের আকার আগের তুলনায় বড় হচ্ছে। ডাকসুর জন্য ব্যবহার করা হবে পাঁচ পৃষ্ঠার ব্যালট, আর হল সংসদের জন্য থাকবে এক পৃষ্ঠার ব্যালট। ভোটারদের এই ব্যালটে ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটের মাধ্যমে।

এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ, সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।

যেভাবে ভোট দেওয়া যাবে

১. ভোটার নির্ধারিত সময়ে ভোটকেন্দ্রে গিয়ে পোলিং কর্মকর্তার কাছে নিজের পরিচয় নিশ্চিত করবেন।

২. প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ দেখাবেন। অন্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড অথবা লাইব্রেরি কার্ড ব্যবহার করে পরিচয় দেবেন।

৩. পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোটারের আঙুলে অমোচনীয় কালি দেওয়া হবে।

৪. ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করার পর পোলিং কর্মকর্তা তাকে ভোটার নম্বর জানাবেন।

৫. এরপর ব্যালট নিয়ে ভোটার প্রবেশ করবেন গোপন ভোটকক্ষে, যেখানে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নেওয়া নিষিদ্ধ।

৬. ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর খুঁজে বের করে সংশ্লিষ্ট ঘরে স্পষ্টভাবে ক্রস (×) চিহ্ন দিতে হবে। খেয়াল রাখতে হবে, যেন চিহ্নটি ঘরের বাইরে না যায়।

৭. ভোট দেওয়ার পর ব্যালট পেপার দুটি পৃথক ব্যালট বক্সে জমা দিতে হবে—একটি কেন্দ্রীয় সংসদের জন্য এবং অন্যটি হল সংসদের জন্য। ব্যালট পেপার ভাঁজ না করে সরাসরি নির্ধারিত বক্সে ফেলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *