বড় জয় দিয়ে শুরু ভারতের এশিয়া কাপ

এশিয়া কাপের এবারের আসর বড় জয় দিয়ে শুরু করলো ভারত। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ৯ উইকেটে।

আমিরাত টস হেরে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের তোপের মুখে ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন অভিষেক শর্মা। তার চার-ছক্কার ফুলঝুরিতে ৩.৪ ওভারেই ভারত তোলে ৪৮ রান। এসময় তিনি ১৬ বলে ২টি চার ও ৩ ছক্কায় ৩০ রান করে জুনাইদ সিদ্দিকীর বলে আউট হন।

এরপর শুভমান গিলের ৯ বলে ২ চার ও ১ ছক্কায় করা অপরাজিত ২০ ও সূর্যকুমার যাদবের ১ ছক্কায় করা অপরাজিত ৭ রানের ইনিংসে ৪.৩ ওভারে ৬০ রান তুলে জয় নিশ্চিত করে ভারত।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি আরব আমিরাতের। ভারতের মতো সেরা দলের বিপক্ষে ৩.৩ ওভারে তোলে ২৬ রান। ৮ ওভারে ২ উইকেটে তাদের রান ছিল ৪৭। সেখান থেকে ৫৭ রানে যেতেই অলআউট হয়ে যায় আমিরাত। যা ভারতের বিপক্ষে কোনো দলের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

এর আগে ২০২৩ সালে নিউ জিল্যান্ডকে ৬৬ রানে, ২০১৮ সালে আয়ারল্যান্ডকে ৭০ রানে ও ২০১২ সালে ইংল্যান্ডকে ৮০ রানে অলআউট করেছিল ভারত।

ব্যাট হাতে আমিরাতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান কেবল দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে আলিশান শরাফু ৩ চার ও ১ ছক্কায় ২২ ও অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ৩ চারে করেন ১৯ রান। বাকিদের রান ছিল ২, ৩, ২, ২, ১, ১, ১, ০ ও ২*।

বল হাতে ভারতের কুলদীপ যাদব ২.১ ওভারে ৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। আর শিভম দুবে ২ ওভারে ৪ রানে নেন ৩টি উইকেট। বাকি তিনটি উইকেট ভাগাভাগি করে নেন জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *