বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ফুটবল দল

নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েকদিন অনিশ্চয়তায় কাটানোর পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে বিমানবাহিনীর বিশেষ সি-১৩০বি ফ্লাইটে ঢাকার কুর্মিটোলা এ কে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে জামাল ভূঁইয়া ও তার সতীর্থদের বহনকারী বিমান। দলের সঙ্গে দেশে ফিরেছেন ক্রীড়া সাংবাদিকেরাও।

বাংলাদেশ বিমানবাহিনী নিজেদের সরকারি ফেসবুক পেজে জানায়, নেপালের অস্থিতিশীল পরিস্থিতিতে আটকে থাকা জাতীয় ফুটবল দলকে সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

প্রসঙ্গত, ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ৩ সেপ্টেম্বর কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করলেও ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি আর মাঠে গড়ায়নি। দুর্নীতিবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় ফুটবলাররা হোটেলে আটকা পড়ে যান।

তাদের নিরাপদে দেশে ফেরাতে বাফুফে, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকার একযোগে উদ্যোগ নেয়। দেশটির বিমানবন্দরে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত রাষ্ট্রদূত শফিকুর রহমানসহ দূতাবাসের কর্মকর্তারা।

এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছিলেন, আটকে পড়া ফুটবলারদের দেশে ফেরাতে সরকারের পক্ষ থেকে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *