৫টার মধ্যে জাকসুর ভোটগ্রহণ শেষ না হওয়ার আশঙ্কা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্পন্ন না হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে স্থাপিত ২২৪টি বুথে ভোট শুরু হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে মোট ভোটার সংখ্যা ৯৮০ জন। বেলা ৩টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে প্রায় ৫০০ ভোটগ্রহণ সম্পন্ন হলেও, বাইরে দীর্ঘ লাইনে শত শত ভোটার অপেক্ষা করছিলেন। এতে ভোটারদের মধ্যে বিরক্তি ও হতাশা দেখা দেয়।

এ বিষয়ে জানতে চাইলে হলটির রিটার্নিং অফিসার অধ্যাপক মীর ফেরদৌস হোসেন বলেন, ‘বিকেল ৫টার আগে যারা লাইনে দাঁড়িয়ে থাকবে, তাদের ভোট অবশ্যই নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত ভোটার শেষ না হয়, ততক্ষণ ভোটগ্রহণ চলবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *