এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়েছে হংকং। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে টস হেরে ব্যাট করতে নেমে হংকং ৭ উইকেটে ১৪৩ রান করে। জয় দিয়ে এশিয়া কাপ শুরু করতে বাংলাদেশকে করতে হবে ১৪৪ রান।
ব্যাট হাতে আজ বাংলাদেশকে ভোগান হংকংয়ের জিশান আলী, নিজাকাত খান ও ইয়াসিম মুর্তাজা। উদ্বোধনী ব্যাটসম্যান জিশান ৩টি চার ও ১ ছক্কায় করে যান ৩০ রান। নিজাকাত ২টি চার ও ১ ছক্কায় করেন ৪২ রান। আর ইয়াসিম ২ চার ও সমান সংখ্যক ছক্কায় করেন ২৮ রান। এছাড়া বাবর হায়াত ১৪ ও অতিরিক্ত খাত থেকে আসে আরও ১৪টি রান। তাতে হংকংয়ের সংগ্রহ ১৪৩ পর্যন্ত যায়।
বল হাতে বাংলাদেশের তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন। তবে তাসকিন খরচ করেন ৪ ওভারে ৩৮ রান, রিশাদ ৩১ রান। তানজিম দেন ৪ ওভারে ২১ রান।