ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রিজের ওপর দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টেকেরহাটসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা অভিমুখী গোল্ডেন পরিবহনের একটি বাসের সঙ্গে বরিশালগামী আমাদের পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে প্রায় ৬/৭ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেন দিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরালে যান চলাচল স্বাভাবিক হয়। মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।