মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার-২

মুন্সীগঞ্জ সদর সেনা ক্যাম্পের টহল দলের বিশেষ অভিযানের মাধ্যমে দেশীয় ধারালো অস্ত্র সহ দুই মাদক ব্যায়বসায়ীকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে ১৭ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার বৈখোর এলাকায় অবৈধ মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলর কাজল (৩৫) এবং আবির আহমেদ (২৭)।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়,  সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড এর অধীনে ১৯ বীর, মুন্সীগঞ্জ জেলার মোতায়েনকৃত সেনা ক্যাম্পে সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে মুন্সীগঞ্জ সদর উপজেলার বৈখোর এলাকায় মাদক ক্রয়-বিক্রয় সংক্রান্ত তথ্য আসে। পরবর্তীতে মুন্সীগঞ্জ সদর সেনা ক্যাম্পের একটি টহল দল তাৎক্ষনিকভাবে মুন্সীগঞ্জ সদর উপজেলার বৈখোর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অবৈধ মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত কাজল এবং আবির আহমেদকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশির মাধ্যমে ১৭ টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। 

সেনাসূত্র আরো জানায়, ঘটনাস্থল হতে উদ্ধারকৃত অস্ত্রগুলো তারা মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে মারামারি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করতো। গ্রেফতারকৃত দুইজন মুন্সীগঞ্জ সদর উপজেলার বৈখোর এলাকার অন্যতম চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুর সহযোগী, এছাড়াও গ্রেফতারকৃত কাজল এর নামে পূর্বে মুন্সীগঞ্জ সদর থানায় অবৈধ মাদক আইনের ১টি মামলা রয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনীয় প্রক্রিয়ার জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *