পাবিপ্রবিতে ছাত্রশিবিরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও ভুয়া সংবাদ প্রচারের নিন্দা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যকার অরাজনৈতিক আড্ডাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে ভুয়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির পাবনা শহর শাখা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির শহর শাখার সভাপতি গোলাম রহমান, সেক্রেটারি এম. এ. হাবিবুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ বলেন, কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি সাধারণ আড্ডা দেওয়ার ঘটনাকে অতিরঞ্জিত করে অরাজনৈতিক ক্যাম্পাসে ছাত্রশিবিরকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার ভিত্তিহীন দায়ী করার চেষ্টা করা হয়েছে। অথচ উক্ত ঘটনায় ইসলামি ছাত্রশিবির কোনো রাজনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত ছিল না বলে জানিয়েছেন তারা।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, দৈনিক ইনকিলাব, ফেইস দ্যা পিপল, রাইজিং বিডিসহ কয়েকটি নিউজ পোর্টাল “নিয়ম অমান্য করে রাজনীতিমুক্ত ক্যাম্পাসে শিবিরের কার্যক্রম” এই শিরোনামে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেন। তারা মনে করেন রাজনৈতিক উদ্দেশ্যে শিবিরকে হেয় করার জন্যই এ ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে। তারা বলেন, পাবিপ্রবির বিভিন্ন অনুষদের সিনিয়র জুনিয়র শিক্ষার্থীদের মধ্যকার স্বাভাবিক আড্ডাকে ভিন্ন খাতে প্রবাহিত করে শিবিরের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের এর ১৩ আগস্ট পাবিপ্রবিতে রাজনীতি নিষিদ্ধের পর থেকে ইসলামি ছাত্রশিবির ক্যাম্পাসের অভ্যান্তরে কোন প্রকার রাজনৈতিক কর্মসূচী পালন করেননি। ছাত্রশিবির সবসময় শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। ক্যাম্পাসের যেকোনো অশান্তি ও বিশৃঙ্খলা এড়িয়ে চলতে সংগঠনটি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের মতামত এবং বিশ্ববিদ্যালয়ের আইনের প্রতি সব সময় শ্রদ্ধাশীল।

সংগঠনটির নেতারা এ ধরনের ভুয়া ও ভিত্তিহীন সংবাদ প্রচারের বিরুদ্ধে সাংবাদিক মহলকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করার জন্য অনুরোধ করেন।

এ বিষয়ে পাবনা শহর শিবিরের সভাপতি গোলাম রহমান জয় বলেন,আমি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে তিনি মাঝেমধ্যেই ক্যাম্পাসে যাওয়া-আসা করি। বুধবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেই টুর্নামেন্টের খেলা দেখতে ক্যাম্পাসে যায়।খেলা দেখা শেষে তিনি জুনিয়রদের সাথে কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চের কিছুক্ষণ আড্ডা দেন। কিছু সময় তিনি জুনিয়রদের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলেন। এই আড্ডার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হলে, এটিকে ভিত্তি করে ভুলভাবে সংবাদ লেখা হয়, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী ক্যাম্পাসে গিয়ে জুনিয়রদের সাথে কথা বলতে পারেন, আড্ডা দিতে পারেন, এটা কোনো অপরাধ নয়। কাজেই ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, আমরা সাংবাদিকদের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানাই, কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়া সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য। সাংবাদিকদের উচিত শিক্ষার্থীদের বিভ্রান্ত না করা। গণমাধ্যম সমাজের আয়না এবং সাংবাদিকেরা জাতির বিবেক। আপনাদের মাধ্যমে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হবে বলে আমরা বিশ্বাস করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *