লক্ষ্মীপুরে নারীসহ আটক বিএনপি নেতা, উত্তেজিত জনতার গণধোলাই

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ারকে এক নারীর সাথে অনৈতিক কার্যকলাপের সময় হাতেনাতে ধরেছে স্থানীয় জনতা। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম সারওয়ার চরগাজী ইউনিয়নের একটি নির্জন স্থানে এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় ছিলেন। এ সময় স্থানীয় কিছু যুবক বিষয়টি টের পেয়ে তাদের ঘিরে ফেলে। পরে আরও লোকজন জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতা গোলাম সারওয়ারকে মারধর শুরু করে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ গোলাম সারওয়ারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তার সাথে থাকা নারী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

এ বিষয়ে রামগতি থানা পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক গোলাম সারওয়ার চরগাজী ইউনিয়ন বিএনপির একজন প্রভাবশালী নেতা। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *