বেপজা কমপ্লেক্সে ড্রাইভার থেকে প্রকৌশলী পদে পদোন্নতির প্রতিবাদে রুয়েটে বিক্ষোভ

বেপজা কমপ্লেক্সে এক চালককে প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়ার ঘটনায় এবং চলমান তিন দফা দাবি আদায়ের আন্দোলনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রুয়েট সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মেইন গেট হয়ে বিনোদপুরে পৌঁছে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে।

শিক্ষার্থীরা জানান, বেপজা কমপ্লেক্সে লাভলু মিয়া নামে এক চালককে যানবাহন শাখার প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা “ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার মানি না, মানবো না”, “কোটা না মেধা, মেধা মেধা”সহ নানা স্লোগান দেন।

তড়িৎ কৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিদওয়ান সিদ্দিকী বলেন, “ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার পদোন্নতির মাধ্যমে প্রকৌশল খাতে চলমান গভীর ষড়যন্ত্র আরো প্রকট আকার ধারণ করেছে। আমরা অবিলম্বে এমন প্রহসন বন্ধ ও তিন দফা যৌক্তিক দাবি পূরণের দাবি জানাই।”

যন্ত্রকৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মেহরান আল বান্না ইউশা বলেন,“২০১৩ সাল থেকে স্বৈরাচারী সরকারের মদদে সৃষ্ট ডিপ্লোমা সিন্ডিকেট দেশের উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দেশের উন্নয়নে এমন সিন্ডিকেট ভেঙে সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৌশল খাতের সংস্কার আমরা আদায় করব। ডিপ্লোমা সিন্ডিকেট রুখতে ইন্টেরিম সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *