জাবির সহকারী প্রক্টরকে সম্মাননা জানালো Traditional She

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষাঙ্গনের স্বচ্ছতা, সাহসী ভূমিকা এবং নীতিনিষ্ঠ দিকনির্দেশনার স্বীকৃতিস্বরূপ নারী নেতৃত্বধারী সংগঠন Traditional She গতকাল (১৬ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বোটানি বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরীন জলিকে বিশেষ সম্মাননা ও কৃতজ্ঞতা জানিয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শামীমা নাসরীন জলি শুধু সহকারী প্রক্টর হিসেবেই দায়িত্ব পালন করেননি, বরং কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত অবর্ণনীয় ও বলিষ্ঠ ভূমিকা রাখেন। জাকসুর কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়া এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে তিনি শিক্ষাঙ্গনে শিক্ষকদের বোল্ড ভুমিকার উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছেন।

Traditional She এর পক্ষ থেকে বলা হয়, শিক্ষাঙ্গনে শিক্ষকদের এমন দৃঢ় ও নির্ভীক অবস্থান শিক্ষার্থীদের জন্য সবসময়ই অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সাংস্কৃতিক ফ্যাসিবাদ ও রাজনৈতিক ফ্যাসিবাদ মোকাবিলায় সাহসী ও নীতিনিষ্ঠ শিক্ষকদের অবদানই পারে সুষ্ঠু শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে।

এই সম্মাননা প্রদানের সময় উপস্থিত ছিলেন Traditional She এর আহ্বায়ক মিশকাতুল জান্নাত, অর্গানাইজার তাবাসসুম নুপা এবং সদস্য নাজিয়া সিদ্দিকা। তারা বলেন, “শামীমা নাসরীন জলি ম্যাডামের মতো শিক্ষকেরা শিক্ষার্থীদের জন্য আশা ও সাহসের প্রতীক। আমাদের প্ল্যাটফর্ম থেকে তাঁকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।”

উল্লেখ্য, শামীমা নাসরীন জলি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের সহযোগী অধ্যাপক, সহকারী প্রক্টর এবং ১৫ নম্বর মহিলা হলের প্রোভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *