মাদারীপুরে পানিতে ডুবে প্রাণ হারালো দুই ভাই

মাদারীপুর জেলায় পুকুরের পানিতে ডুবে দুই প্রাণ হারালো আপন দুই ভাই। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হাফিজুল (৮) ও হামজা (৫) ওই এলাকার নাঈম মল্লিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির উঠানে খেলছিল দুই ভাই হাফিজুল ও হামজা। অসাবধানবশত দুইজন পাশের পুকুরে পড়ে যায়। রাত ৮টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
শিশুদের আত্মীয় শাওন হাওলাদার বলেন, একসঙ্গে দুই ভাইয়ের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটি খুবই দুঃখজনক ঘটনা। পরিবার কিভাবে এই শোক সইবে? অসতর্ক থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে।

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, দুই শিশুর মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এমন মৃত্যুতে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *