ভারত সীমান্তে ঢাকা দক্ষিণ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত সংগঠন) সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন ভারত সীমান্তে গ্রেপ্তার হয়েছেন।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি আটক হন।পরে তাকে বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুবায়েরকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার জুবায়ের বাগেরহাট জেলার শরণখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তিনি ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের জামাতা।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তুহিন হোসেন বলেন, জুবায়ের গত বছরের ২৪ নভেম্বর বৈধভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। কিন্তু অবস্থানকালে বাংলাদেশি ইমিগ্রেশনের সিল জাল করে ভুয়া গমন দেখান। বৃহস্পতিবার বাংলাদেশ থেকে না গিয়েও ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় পুলিশ তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় এসআই তুহিন হোসেন বাদী হয়ে প্রতারণার মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *