গঙ্গাচড়ায় চরাঞ্চলের অস্বচ্ছলদের জন্য বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প

তিস্তা নদী বেষ্টিত চরাঞ্চলের অস্বচ্ছল মানুষের জন্য রংপুরের গঙ্গাচড়ায় বিনামূল্যে চক্ষুসেবা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। রোববার সকালে দীপ আই কেয়ার হাসপাতালের সহযোগিতায় উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি ব্র্যাক শাখা কার্যালয়ে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ক্যাম্পে তিন শতাধিক রোগীর চোখ পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ এবং ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।

হাতের নাগালে চক্ষুসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন চরবাসী। তারা বলেন, স্বাস্থ্যসেবা পেলেও চোখের চিকিৎসা থেকে তারা প্রায়ই বঞ্চিত থাকেন। তাই সরকারি ও বেসরকারি উদ্যোগে নিয়মিত এমন আয়োজনের দাবি জানান তারা।

ক্যাম্পে উপস্থিত ছিলেন আলমবিদিতর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার মো. আফতাবুজ্জামান, ব্র্যাকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার জামিউল ইসলাম চৌধুরী, ডিভিশনাল কো-অর্ডিনেটর আব্দুল মোনায়েম খান, রিজিওনাল কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম এবং শাখা ব্যবস্থাপক নাজমুল হকসহ অন্যরা।

ব্র্যাকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার জামিউল ইসলাম চৌধুরী বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই ব্র্যাক মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। শহরে গিয়ে চক্ষু চিকিৎসা নেওয়া চরবাসীর পক্ষে সম্ভব নয়। তাই আমরা স্থানীয়ভাবে চক্ষুসেবা ক্যাম্প করেছি এবং এতে ব্যাপক সাড়া মিলেছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *