হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আজ শুভ মহালয়া

আজ হিন্দু ধর্মাবলম্বীদে শুভ মহালয়া এর মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনের ধ্বনি বেজেছে। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর থেকেই দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানাতে চন্ডীপাঠ-ঘট স্থাপন শুরু হয়।

আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ শুরু হয়। এর মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হয়। ভোরে চন্ডী পাঠের মাধ্যমে ধরণীর সকল অমঙ্গল দূর করতে দেবীকে মর্তে আমন্ত্রণ জানানো হয়। এর পাশাপাশি পিতৃপক্ষের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে আত্মার মঙ্গল কামনা করেন মর্তবাসী।

মহালয়া উপলক্ষে দেশের সকল মন্দির ও পূজামণ্ডপে আজ ধর্মীয় নানা আচার ও অনুষ্ঠানের আয়োজন থাকবে।

দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীক রূপে পূজিত। পুরাণে মতে, মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা মহিষাসুরকে হত্যা করতে পারবে না। ফলে অসীম ক্ষমতাশালী মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চায়।

পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী গজ বা হাতিতে চড়ে মর্ত্যে আসবেন। এর মাধ্যমে সারা পৃথিবীতে সুখ-শান্তি বিরাজ করবে বলে বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা।

এদিকে, আজ থেকে পরবর্তী ছয় দিন ধরে দেবীর আগমনের প্রস্তুতি চলবে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
এই বছর সারাদেশে ৩৩ হাজার ৫৭৬টি মন্ডপে দুর্গার আরাধনা হবে। এরইমধ্যে সব মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

দুর্গাপূজার সময়সূচী ২০২৫
মহালয়া: ২২ সেপ্টেম্বর, সোমবার। দেবীপক্ষের শুরু এই তিথি থেকেই।
ষষ্ঠী: ২৮ সেপ্টেম্বর, রবিবার। দেবীর বোধন ও মূল পূজার শুরু।
মহাসপ্তমী: ২৯ সেপ্টেম্বর, সোমবার।
মহাষ্টমী: ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার।
মহানবমী: ১ অক্টোবর, বুধবার।
বিজয়া দশমী: ২ অক্টোবর, বৃহস্পতিবার। এই দিনে প্রতিমা বিসর্জন করা হয়।
দেবী দুর্গা ২০২৫ সালে একটি হাতির পিঠে করে আগমন করবেন এবং মানুষের (নরা) পিঠে করে প্রস্থান করবেন, যা সমৃদ্ধি ও শান্তির প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *