চট্টগ্রাম মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের ধাওয়া–পাল্টা ধাওয়া, আহত ৫

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিজামপুর সরকারি কলেজ এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুরের ঘটনায় পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও সন্ধ্যায় তা ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রথমে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা ধাওয়া–পাল্টা ধাওয়ায় রূপ নেয়। সন্ধ্যায় সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেয়, যখন ছাত্রদলের দুই পক্ষ মুখোমুখি হয়। স্থানীয়দের দাবি, সংঘর্ষের এক পর্যায়ে বিপরীত পক্ষকে উদ্দেশ্য করে আকাশে লেন্সার ছোড়া হয় এবং ফোটকা বাজি ফাটানো হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মিরসরাই থানার ওসি (তদন্ত) বলেন, “কলেজ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে অবস্থা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”

এদিকে স্থানীয় অভিভাবকরা অভিযোগ করে জানান, ব্যাচভিত্তিক রাজনৈতিক কোন্দল এবং ছাত্রদলের দুই-গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে প্রায়ই কলেজ এলাকায় অশান্তি সৃষ্টি হয়। এতে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *