ডাকসু নির্বাচনে বল পেন ব্যবহারে ভোট নষ্ট হয়েছে -আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম অভিযোগ করেছেন বলেন, নির্বাচনের দিন বেলা সাড়ে ১১টার দিকে মার্কার পেন না থাকায় ভোটারদেরকে বল পেন দিয়ে ব্যালট ক্রস চিহ্ন দিতে হয়েছে।বল পেন দ্বারা মার্ক করা ভোটগুলো ওএমআর মেশিন সঠিকভাবে রিড করতে পারেনি, যা পোলিং এজেন্টদের নজরে এসেছে। এরপরের সময়ে ভোটগুলোতে কি বল পেন ব্যবহার করে ভোট নষ্ট করার হীনচিন্তা করা হয়েছিল, তা নিয়ে প্রার্থীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ছাত্রদল সমর্থিত প্যানেল বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডাকসু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে এসব কথা বলেন আবিদুল ইসলাম।

তিনি বলেছেন, ‘আমাদের ওপর যে অন্যায় হয়েছে, তার বিচার কী হওয়া উচিত, তার দায়ভার কে নেবে? প্রতিটি স্তরে আমাদের বাঁধার সম্মুখীন করা হয়েছে। আমাদের ব্যালট পেপারগুলো দিতে গিয়েও পোলিং অফিসাররা বারবার আমাদের মবের শিকার করেছেন।’

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ডাকসুতে ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘যে অভিযোগগুলো এসেছে, সেগুলোর প্রপার জবাব যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন দিতে না পারে, তাহলে ২০২৫ সালের ডাকসু নির্বাচন পুনর্বিবেচনার সুযোগ অবশ্যই থাকবে এবং সেটি আমরা আদায় করব ইনশাআল্লাহ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *