উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮ টা ২৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।

তার সঙ্গে যাচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পিজি হাসপাতালের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন নুর।

সোমবার সকালে নুরের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, দীর্ঘদিন ঢাকা মেডিকেল ও অন্য মেডিকেলে চিকিৎসা নিয়ে নাকের সার্জারিসহ কিছু বিষয়ে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে আজ সকালে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *