সৌদির গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজের ইন্তেকালে জামায়াত আমিরের শোক

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শোকবাণীতে তিনি বলেন, ‘শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ (রহ.)-এর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন আলেমে দ্বিন, ইসলামী চিন্তাবিদ ও অভিভাবককে হারাল।

তিনি সুদীর্ঘ ৩৫ বছর পবিত্র হজের দিক-নির্দেশনামূলক খুতবা দিয়ে মুসলিম উম্মাহর বিরাট খেদমত করেছেন। তাঁর ইন্তেকালে সৌদি আরবসহ মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি এ কথা বলেন।

শোকবাণীতে তিনি বলেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ (রহ.) মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।

জামায়াত আমির বলেন, শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ (রহ.) ১৯৯৯ সালে সৌদি আরবের প্রধান মুফতি পদে নিযুক্ত হন এবং দেশটির সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রধান মুফতির দায়িত্বের মধ্যে রয়েছে বিভিন্ন আইনি, সামাজিক এবং ধর্মীয় বিষয়ে ফতোয়া প্রদান করা, যা সৌদি আরবের আদালত ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলে। তিনি ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন, যা ইসলামের ইতিহাসে মসজিদে নামিরার সুদীর্ঘকালের খতিব হিসেবে রেকর্ড গড়েন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *