আওয়ামী লীগ ভোটে বাধাদানে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে: জাপা মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রমগুলো দেখে মনে হচ্ছে, তারা বাংলাদেশে ভোট বাধাদানের জন্য ব্যাপক প্রস্তুতি আস্তে আস্তে নিচ্ছে। নেওয়াটাই স্বাভাবিক কারণ তাদের ভোটের বাইরে রাখা হচ্ছে।’

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়েছে এ কথা বলেন জাপা মহাসচিব।

অনেকে বলছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলে তাদের ভোট জাতীয় পার্টি পাবে—এটি ভুল ধারণা বলে উল্লেখ করেছেন শামীম হায়দার পাটোয়ারী।

তিনি বলেন, ‘অনেকে আকাশে-বাতাসে যেটা বলছে, অন্যদল আমাদের ভোট দেবে, এ ক্ষেত্রে অনেক যদি-কিন্তুর ব্যাপার আছে। যদি দেশে একতরফা একটা ভোট হয়, আওয়ামী লীগ সেই ভোটটাকে দমন করবে। সে ভোটটাকে বাধা দেবে, আরেকটা দলকে ভোট দিয়ে কাস্টিং কেন বাড়াবে?’

বাংলাদেশে অতীতে যত একতরফা ভোট হয়েছে যারা ভোটে অংশগ্রহণ করেনি বা যাদের বাদ দেওয়া হয়েছে তারা ভোটদানে বিরত ছিল। ভোটকে বাধাদান করেছে বলে মন্তব্য করেন শামীম হায়দার পাটোয়ারী।

জাতীয় পার্টির শক্তি নিয়ে দলের মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টিকে এখনই অত শক্তিশালী মনে করি না। জাতীয় পার্টির নিজের সংগঠন গোছাতে হবে। আমাদের শক্তি বাড়াতে হবে, ভোট বাড়াতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *