ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ, ফাইনালে ভারত

ভারত ব্যাটিংয়ে ঝড়ো শুরু করলেও মিডল ও স্লগ ওভারে কামব্যাক করেছিল বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ৫ উইকেট তুলে নিয়ে ১৬৮ রানে আটকেছিল। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের উইকেট বিবেচনায় লক্ষ্য নাগালেও ছিল। কিন্তু ভারতের স্পিন তোপে পড়ে ৩ বল থাকতে ১২৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। হেরেছে ৪১ রানের বড় ব্যবধানে।

এই জয় সূর্যকুমার যাদবের ভারত টি-২০ ফরম্যাটের এই এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে। বৃহস্পতিবার সুপার ফোরের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। ওই ম্যাচের জয় পাওয়া দল চলে ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে।

বুধবার টস জিতে বোলিং নেওয়া বাংলাদেশ একাদশে চার পরিবর্তন আনে। শুরুতে উইকেটের পেছনে ক্যাচ ফেলে ইনজুরিতে পড়া লিটন দাসের জায়গায় অধিনায়ক হওয়া জাকের আলী মোমেন্টাম হারান। সুযোগ নিয়ে ভারত ৬.২ ওভারে ৭৭ রানের ওপেনিং জুটি গড়ে। শুভমন গিল ফেরার আগে ১৯ বলে দুই চার ও এক ছক্কায় ২৯ করেন।

রিশাদের পরের ওবারে শিভাম দুবে ২ রানে আউট হন। এরপর জীবন পেয়ে ঝড় তোলা ওপেনার অভিষেক শর্মা রান আটকে কাটা পড়েন। তিনি ৩৭ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস কেলেন। ছয়টি চার ও পাঁচটি ছক্কা তোলেন। পরেই সূর্যকুমার যাদবকে (৫) ফিরিয়ে মুস্তাফিজ ভারতের রানের লাগাম ধরেন। ১২৯ রানে ৫ উইকেট হারানোর পর হার্ডিক পান্ডিয়া ২৯ বলে ৩৮ রান করে শেষ বলে আউট হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *