তামিমের কাউন্সিলরশিপ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে চিঠি

বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকায় ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নাম। তার নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ দিতে আনুষ্ঠানিক অভিযোগ জানান সাবেক ক্রিকেটার সৈয়দ হালিম শাহ।

বিসিবি নির্বাচনে কমিশনে দেওয়া চিঠিতে বলা হয়, তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস ক্লাবের সাধারণ পরিষদের নন। আরো জানানো হয়, তাকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিতে কোনো সিদ্ধান্ত হয়নি।

চিঠিতে আরও বলা হয়, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো ক্লাবের সদস্য না হলে কাউন্সিলর হতে পারবেন না। সে কারণে তামিম ইকবালের কাউন্সিলরশিপ বাতিলের অভিযোগ জমা দিয়েছেন তারা।

এছাড়া তামিম ইকবাল এখনো ক্রিকেট থেকে অবসর নেননি বিধায় কাউন্সিলর হওয়ার সুযোগ নেই বলেও জানানো হয়েছে অভিযোগে।

পাশাপাশি আইসিসির অন্য কোনো পূর্ণ সদস্যভুক্ত দেশের ক্রিকেট বোর্ডে বর্তমানে খেলছেন- এমন ক্রিকেটারদের বোর্ডে প্রতিনিধিত্ব করার নজির নেই বলেও উল্লেখ করা হয়।পাশাপাশি আইসিসির অন্য কোনো পূর্ণ সদস্যভুক্ত দেশের ক্রিকেট বোর্ডে বর্তমানে খেলছেন- এমন ক্রিকেটারদের বোর্ডে প্রতিনিধিত্ব করার নজির নেই বলেও উল্লেখ করা হয়।

ইলেকশন কমিশনার বিভিন্ন আপত্তি এবং অভিযোগ দাখিলের জন্য ইমেইল চালু করেছে। তামিমের কাউন্সিলরশিপের আপত্তি জানিয়ে সেই ইমেইলে মেইল ও চিঠি পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *