গকসু ছাত্র সংসদের ভিপি ইয়াছিন, জিএস রায়হান

সাভারের গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসভাপতি (ভিপি) পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান ও সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. রায়হান খান নির্বাচিত হয়েছেন। ইয়াছিন বাংলা বিভাগের ও রায়হান ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কেন্দ্রীয় সংসদ ও অনুষদ সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম। এ সময় গকসু নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ভিপি পদে বিজয়ী ইয়াছিন পেয়েছেন ৬৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুল মাজেদ সালাফী পেয়েছেন ৬৭৭ ভোট। জিএস পদে রায়হান খান পেয়েছেন ১ হাজার ১২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. অন্তু দেওয়ান পেয়েছেন ৮১০ ভোট। এজিএস পদে ১ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সামিউল হাসান শোভন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিফাতুর রহমান শিশির পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন খন্দকার আব্দুর রহিম। তিনি পেয়েছেন ১ হাজার ৪৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালাউদ্দিন পেয়েছেন ৯৫৩ ভোট।

এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে ১ হাজার ৪৭৭ ভোট পেয়ে ফয়সাল আহমেদ, সহক্রীড়া সম্পাদক পদে ১ হাজার ৩০৭ ভোট পেয়ে আবদুল্লাহ আল নোমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ হাজার ৩৯৪ ভোট পেয়ে মো. মারুফ, সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ হাজার ১৯৫ ভোট পেয়ে লীশা চাকমা, দপ্তর সম্পাদক পদে ১ হাজার ১০৮ ভোট পেয়ে শারমিন আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১ হাজার ৮৭৬ ভোট পেয়ে মো. জান্নাতুল ফেরদৌস এবং সমাজকল্যাণ ও ক্যানটিন সম্পাদক পদে ১ হাজার ১৪৯ ভোট পেয়ে মো. মনোয়ার হোসেন অন্তর বিজয়ী হয়েছেন।

এদিকে গকসুর পাঁচটি অনুষদ নির্বাচনে কৃষি অনুষদে মহিউল আলম দোলন ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদে মো. হুমায়ুন কবির বিজয়ী হয়েছেন। এ ছাড়া কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন- শাকিল আহমেদ, মো. সেলিম আহমেদ অলি, মো. মেহেদি হাসান ও মিনতুজ আক্তার মিম। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে মেহেরুন খিলজি মিতু ও মো. ইমদাদুল হক মিলন নির্বাচিত হয়েছেন। স্বাস্থ্য বিজ্ঞান অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন নাশরুন সেঁজুতি অরণি ও পার্থ সরকার।

বিশ্ববিদ্যালয়টিতে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে ভোট গ্রহণ চলে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১৯টি কেন্দ্রের ১৯টি বুথে ভোট নেওয়া হয়। ভোটার ছিলেন ৪ হাজার ৬৭২ জন। এর মধ্যে ৭০ ভাগ ভোটার তাঁদের ভোটাধিকার প্রদান করেন। ভোট নেওয়ার ৯ ঘণ্টা পর গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৪০০ সদস্য ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *