বাঁশখালীতে পাহাড়ে হারিয়ে যাওয়া ৭ শিশু নিরাপদে ফিরল মায়ের কোলে

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: (নুরুল আজিম ইমতিয়াজ) বাঁশখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ৭ জন শিক্ষার্থী— গত ২৬ সেপ্টেম্বর বিকাল চারটা সময় বাসা থেকে বের হয় নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় তাদের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে।শিশুদের নিখোঁজ সংবাদ পাওয়া মাত্রই এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বাঁশখালী থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ছয়টি সার্চ টিম গঠন করে পাহাড়ি অঞ্চল, জঙ্গল ও দুর্গম পথগুলোতে অনুসন্ধান চালায়। স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও অভিভাবকগণ পুলিশের তত্ত্বাবধানে যৌথভাবে অনুসন্ধানে (২৭ সেপ্টেম্বর) সকাল ০৬:৩০ টা সময় ডাকভাঙ্গা পাহাড় হতে সাতজন শিশু সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

নিখোঁজ শিশুদের নাম ১। আবরার উদ্দীন ইশরাক (১১), পিতা- সালাউদ্দিন ওয়াশিম, ২। মাহাতাফ মঞ্জুর চৌধুরী (১১), পিতা- মোঃ মঞ্জুর আলম চৌধুরী, ৩। কৃতশিক দাশ স্বপ্নীল (১২), পিতা- শিব শংকর দাস,৪। মোহাম্মদ জিনান (১১), পিতা- মোহাম্মদ ইউনুস, ৫। মোহাম্মদ বিন মাহমুদ (১১), পিতা-মাহমুদুল ইসলাম, ৬। আকতার (১২), পিতা- আবুল কাশেম ও ৭। মোঃ সাইদ (১২), পিতা- আমির হোসেন।

উদ্ধারকৃত শিশুরা জানায়, তারা কেবল এডভেঞ্চারের উদ্দেশ্যে পাহাড়ে যায়, সন্ধ্যার আঁধারে পথ হারিয়ে পাহাড়ে এক বাড়িতে রাতে অবস্থান করে, ভোরের আলো দেখা দিলে তারা পাহাড়ের রাস্তা ধরে পুনরায় অলি মিয়ার দোকান হয়ে ফিরে আসে।

বাঁশখালী থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান “শিশুদের নিরাপত্তা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। বাঁশখালী থানার পুলিশ অনুসন্ধান অভিযান পরিচালনা করে শিশুদের নিরাপদে উদ্ধার করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অভিভাবকদের আরো দায়িত্বশীল ভূমিকা  রাখতে  হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *