হারানো ঐতিহ্য ফেরাতে গঙ্গাচড়ায় হাডুডু খেলা

গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু অনেকটা হারিয়ে যাচ্ছে আধুনিক বিনোদনের ভিড়ে। তবে সেই সোনালি অতীতকে ফিরিয়ে আনতে রংপুরের গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ইউনিয়নে আয়োজন করা হয় এক প্রীতি হাডুডু ম্যাচের।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীর উদ্যোগে ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় অংশ নেয় মান্দ্রাইন একাদশ ও আনুরবাজার একাদশ। দুই দলের মধ্যে ছিল টানটান উত্তেজনা। আক্রমণ–প্রতিআক্রমণে দারুণ লড়াই শেষে মান্দ্রাইন একাদশ ৬ পয়েন্টে জয়লাভ করে।

খেলা দেখতে ভিড় করেন স্থানীয় শত শত মানুষ। খেলা শেষে দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয় মাঠ।

স্থানীয় যুবক সাগর (২৭) বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তির যুগে এমন খেলা দেখায় অভ্যস্ত নই। হাডুডু আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে। সরাসরি খেলা না দেখলে বোঝা যায় না, কতটা রোমাঞ্চকর।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মনসুর আলী, আমানত আলী, মমিনুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *