‘জামায়াতের কাছে ভিন্ন ধর্মের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ’

জামায়াতের কাছে ভিন্ন ধর্মের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ উল্লেখ করে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান। তিনি বলেছেন, ‘একজন মানুষের কাছে তার দেহ যতটা নিরাপদ জামায়াতে ইসলামীর কাছে দেশের সব ধর্মের মানুষ ততটাই নিরাপদ।’

বুধবার (১ অক্টোবর) রাত ১১টায় শান্তিগঞ্জের পশ্চিম পাগলার শত্রুমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনাতন সংঘের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ইয়াসিন খান বলেন, ‘আবহমান কাল থেকে এ দেশে আমরা হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে বসবাস করে আসছি। আমরা ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা, লেখাপড়া করে ধর্মীয় ভ্রাতৃত্ব নিয়ে বড় হয়েছি। জামায়াতে ইসলামী এ সম্প্রীতি আরও অটুট করতে চায়। কোনো দুষ্টু লোক যেন আমাদের সম্প্রীতিতে এতটুকু কলঙ্ক লাগাতে না পারে। ৫ আগস্টের পর বাংলাদেশের কোনো জায়গায় হিন্দু সম্প্রদায়ের সম্পত্তিতে জামায়াতের কোনো নেতাকর্মী হাত দেয়নি।’

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের আমির কাজি নুরুল হক, বায়তুলমাল সম্পাদক ওলীউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মামুন আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *