বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় দ্বিতীয়বার বেরোবি’র সাবেক শিক্ষার্থী আরিফ

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জন্য গৌরব বয়ে আনলেন এর সাবেক শিক্ষার্থী মোরশেদুল হাসান আরিফ। অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এই মেধাবী মুখ অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জনের পাশাপাশি গবেষণায় রেখেছেন অসামান্য অবদান। এরই স্বীকৃতিস্বরূপ তিনি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২% গবেষকের মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছেন।


​বিস্তারিত: মোরশেদুল হাসান আরিফের গবেষণার ঝুলিতে এ পর্যন্ত যুক্ত হয়েছে ২৬টি প্রবন্ধ। ফিনটেক, ইনক্লুসিভ ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল লিটারেসি ও সাসটেইনেবল ডেভেলপমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তার কাজগুলো বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। তাঁর একাধিক গবেষণা প্রবন্ধ ১০০ থেকে ৪৫০ বারেরও বেশি উদ্ধৃত হয়েছে, যা বিশ্বব্যাপী একাডেমিক অঙ্গনে তার কাজের গভীর প্রভাবের প্রমাণ।
​নিজের এই অর্জন নিয়ে আরিফ অত্যন্ত বিনয়ী। তিনি বলেন, “আমি বড় মাপের গবেষক নই, বরং এখনো শিখছি। যারা এই তালিকায় নেই, তারাও তাঁদের নিজ নিজ ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।”


​বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩য় ব্যাচের এই শিক্ষার্থীর এমন ধারাবাহিক সাফল্য শুধু বিশ্ববিদ্যালয় নয়, পুরো বাংলাদেশের জন্যই অত্যন্ত গর্বের এবং তরুণ গবেষকদের জন্য এক বিশাল অনুপ্রেরণা।

নগরবার্তা২৪/আমিন হোসাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *