রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের জন্য জরুরি খবর। চলমান সরকারি ছুটি ও নির্দেশনার কারণে আগামী ৭, ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই সময়ে ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।
বুধবার (১ অক্টোবর) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ৯ অক্টোবর পর্যন্ত দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা গ্রহণ করা যাবে না। এই নির্দেশনার প্রতিপালন করতেই বেরোবি কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি বিভাগগুলো নিজ নিজ উদ্যোগে জানিয়ে দেবে। শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের সাথে যোগাযোগ রেখে পরিবর্তিত রুটিন সম্পর্কে জেনে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে
