ডিসেম্বরে ভারতে আসছেন মেসি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ডিসেম্বরে ভারত সফরে আসছেন। মেসির ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। প্রথমেই তিনি কলকাতায় পা রাখবেন। সেখান থেকে মুম্বাই এবং নয়া দিল্লিতে যাবেন। তবে ভারতে এসে আরও একটি শহরে যাবেন মেসি। সেই শহরের নাম এখনও চূড়ান্ত হয়নি।

প্রায় ১৪ বছর আগে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মেসির পায়ের যাদু দেখেছিল কলকাতার মানুষ। এবার অবশ্য বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি বল পায়ে মাঠে নামবেন না।

ম্যানেজমেন্টের দেয়া বিবৃতিতে মেসি বলেছেন, ‘ভারত খুব স্পেশাল একটা দেশ। তাই সেখানে আবারও যেতে পারাটা আমার কাছে অত্যন্ত সম্মানের। ১৪ বছর আগে ভারত সফরে গিয়েছিলাম। সেখানে দারুণ স্মরণীয় মুহূর্ত কাটিয়েছিলাম।’ মেসির এবারের সফরের অন্যতম আকর্ষণ ‘গোট কনসার্ট’।

এশিয়ার অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম যুবভারতীতে এই কনসার্টে অংশ নেবেন মেসি। সেখান থেকে যাবেন লেকটাউনে, নিজের মূর্তি উদ্বোধন করতে। তারপর আরও একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে আর্জেন্টাইন এই তারকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *