পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রেনের ধাক্কায় ইমরান মণ্ডল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইমরান মণ্ডল ভবানীপুর গ্রামের ইউনূস মণ্ডলের ছেলে।
ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ইমরান কানে হেডফোন দিয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি ওই লাইন দিয়ে অতিক্রম করছিল। এক পর্যায়ে ট্রেনচালক একাধিকবার হর্ণ বাজালেও হেডফোনে গান শোনার কারণে ইমরান সেটি শুনতে পারেননি। এরপর ট্রেনের ধাক্কায় ইমরান মণ্ডল ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
