গাইবান্ধার সাদুল্যাপুরে মাত্র এক হাজার টাকা ঋণের বিনিময়ে এক বৃদ্ধের ঘরের চালের টিন খুলে নিয়ে যাওয়ার মতো অমানবিক ঘটনা ঘটেছে। গত ২৮ সেপ্টেম্বর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামে ষাটোর্ধ্ব মতিয়ার রহমান এই নির্মমতার শিকার হন।
জানা যায়, কয়েক মাস পূর্বে মতিয়ার রহমানের নাতি তার মোবাইল ফোন মেরামতের জন্য প্রতিবেশী সুরুজ মিয়ার কাছ থেকে এক হাজার টাকা ধার নেয়। নির্দিষ্ট সময়ে সেই টাকা পরিশোধ করতে না পারায় পাওনাদার সুরুজ মিয়া ক্ষিপ্ত হয়ে সরাসরি মতিয়ার রহমানের বাড়িতে হানা দেন। সেখানে তিনি জোরপূর্বক মতিয়ারের বসতঘরের চাল থেকে ১০-১২টি টিন খুলে নিয়ে যান।
এই ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধের স্ত্রী জমিলা বেগম কান্নায় ভেঙে পড়েন। তিনি বিলাপ করে বলেন, “এই ঘরটাই আমাদের একমাত্র সম্বল। তার কাছে কত অনুনয়-বিনয় করলাম, কিন্তু সে কিছুই শুনলো না। এখন বৃষ্টি হলে আমাদের থাকার কোনো জায়গা থাকবে না।”
নাতির নেওয়া সামান্য ঋণের জেরে বৃদ্ধ দম্পতির শেষ আশ্রয়টুকু কেড়ে নেওয়ার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
