নিউইয়র্কে জামায়াত নেতা তাহের, ‌এআই ছবি দিয়ে দিল্লি বলে প্রচার

ভারতীয় সেনাপ্রধানের সাথে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার (৪ অক্টোবর) ফেসবুকে বিভিন্ন একাউন্ট থেকে ছবিটি পোস্ট করে দাবি করা হয়েছে, এটি ভারতীয় সেনাপ্রধানের সাথে আজ জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সাক্ষাতের ছবি।

এরকম একটি পোস্টে ছবিটি শেয়ার করে ক্যাপশন দেয়া হয়েছে, “জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহেরকে দিল্লিতে স্বাগতম জানিয়েছে, ভারতের সেনাবাহিনী প্রধান! আজকে রাত ৯টায় দিল্লির একটি ৫ স্টার হোটেলে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।”

তবে দ্য ডিসেন্ট তাদের এক পোস্টে বলছে, প্রকৃতপক্ষে ছবি এআই দিয়ে তৈরি। তাছাড়া আজ বিকালে জামায়াতের প্রচার বিভাগের একজন মুখপাত্র তাদের জানিয়েছেন, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। আগামী ৭ অক্টোবর চিকিৎকসা সংক্রান্ত কিছু কাজ শেষে তিনি দেশে ফিরবেন।

জানা গেছে, গত মাসের শেষের দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন। তার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনৈতিক নেতার একজন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এই সফরে জামায়াতে ইসলামীর এই নেতা নিউইয়র্কে গণসংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *