ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান

ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর আলফালাহ মিলনায়তনে সারা দেশ থেকে আগত আলেম ওলামাদের নিয়ে দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

জামায়াতের আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও একটি মানবিক সমাজ গঠন করা যায়নি। সবাই নয়, শিক্ষিত সমাজের একটি অংশ দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে।
তিনি বলেন, আল্লাহ ভিরু মানুষরা দেশের নেতৃত্বে আসলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, গঠিত হবে মানবিক সমাজ। সেই লক্ষ্যে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোরআন ও সুন্নাহর আলোকে আলেম সমাজকে পথ দেখাতে হবে।

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রিতির অনন্য উদাহরণ উল্লেখ, সবাইকে ঐকবদ্ধ থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *