বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

৭ বছর ধরেই তিক্ত অভিজ্ঞতা তাড়া করছে বাংলাদেশকে। ২০১৮ সালে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে ধবলধোলাই হওয়ার সেই বাজে অভিজ্ঞতা। তিন ম্যাচের সিরিজটি ছিল দুই দলের মুখোমুখি হওয়া প্রথম দ্বিপক্ষীয় সিরিজ।

এবার সেই পুরোনো হিসাব চুকার দারুণ মঞ্চ তৈরি করেছে বাংলাদেশ।

প্রতিপক্ষকে ধবলধোলাই করার। তা করতে সিরিজের তৃতীয় ও শেষটিতে ১৪৪ রানের লক্ষ্য স্পর্শ করতে হবে। এই শারজাতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আজ হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে নেমে ম্যাচের শুরুটাও দারুণ করে অধিনায়ক জাকের আলি অনিকের দল।

দলীয় ৩৯ রানে প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নিয়ে। চতুর্থ উইকেটে ধাক্কাটা সামলানোর চেষ্টা করেন ডারউইশ রাসুলি ও সেদিকউল্লাহ আতাল। ৩৪ রানের জুটি গড়ে।
কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আফগানদের বেশিক্ষণ লড়াইয়ে রাখতে পারেননি রাসুলি ও সেদিকউল্লাহ।

ব্যক্তিগত ২৮ রানে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে সেদিকউল্লাহ আউট হলে তাদের জুটিটা যায় ভেঙে। এরপর মুহূর্তে আফগানদের স্কোরবোর্ড দাঁড়ায় ৮ উইকেটে ৯৮ রান।

এতে করে আফগানরা ১২০ রান করতে পারবে কিনা সেই শঙ্কা উঁকি মারে। তবে শেষ দিকে ৩৪ রানের জুটি গড়ে দলকে ৯ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ এনে দেন রাসুলি-মুজিব উর রহমান। বিশেষ করে শেষ দিকে যদি ৩ চারে ২১ রান না করতেন মুজিব।

অন্যদিকে অ্যাংকরের ভূমিকা পালন করা রাসুলি দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন। আগের দুই ম্যাচে ১৫১ ও ১৪৭ রান করা আফগানদের আজ অল্পতে আটকাতে দারুণ বোলিং করেছেন সাইফউদ্দিন। ১৫ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *