ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১০৪২

মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৪২ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিষয়ক বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০১ জন আক্রান্ত হয়েছেন। এর পরই রয়েৌছ বরিশাল বিভাগে আক্রান্ত ১৯৫ জন। সর্বোচ্চ সাত জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এছাড়া ঢাকা উত্তর সিটিতে একজন ও চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

ঢাকাপর হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩১৯ জন। আর ঢাকার বাহিরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭২৩ জন রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *