ইসলামি ব্যাংকে অবৈধ নিয়োগ প্রপ্তদের বহিষ্কার সহ ৪ দফা দাবিতে মানিকগঞ্জ জেলার সিংগাইরে উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় ইসলামি ব্যাংকের গ্রাহক ফোরামও বৈষম্যবিরোধী চারকিপ্রার্থীদের আয়োজনে সিংগাইর শহিদ রফিক সড়কে ইসলামি ব্যাংকের শাখার সামনে মানববন্ধন করা হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন মুফতি ওয়ালিউল্লাহ ও আব্দুল মালেক।
বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন পদে ১০ হাজারের বেশি ব্যক্তি অবৈধভাবে নিয়োগ পেয়েছেন। দেশের অন্যান্য ৬৩ জেলার প্রার্থীদের বঞ্চিত রেখে একটি নির্দিষ্ট অঞ্চলের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা মন্তব্য করেন।
