বিসিবি নির্বাচনের ফলাফল নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো ইশরাক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের বহুল আলোচিত নির্বাচনের ভোটগ্রহণ শেষে ঘোষণা হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। যার মাধ্যমে ক্রিকেট বোর্ড পেয়েছে ২৫জন পরিচালক। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিনুল ইসলাম বুলবুল সভাপতি এবং ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

গতকাল সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নবনির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর তাদের উপস্থিতিতেই সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি নেতা ইশরাক হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন।

ইশরাক লিখেন, ‘বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলে দেয়া হবে।’

এর আগে, সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। আর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হন আরও দুজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *