বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম বর্তমানে আলোচনায় রয়েছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে গাজা অভিমুখে যাত্রা করার কারণে। অবরুদ্ধ ফিলিস্তিনে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগে অংশ নিয়ে তিনি দেশের নানা মহলে প্রশংসা কুড়িয়েছেন।
ফ্লোটিলায় থাকা কয়েকটি জাহাজ ইতোমধ্যে ইসরায়েলি বাহিনী আটক করেছে, যার ফলে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। শহিদুল আলম নিজেও সময় সময়ে সামাজিক মাধ্যমে আপডেট দিয়ে যাচ্ছেন যাত্রার বিভিন্ন দিক নিয়ে।
সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট ঘিরে বিভ্রান্তি তৈরি হয়, যেখানে দাবি করা হয়েছিল যে তিনি আটক হয়েছেন। তবে কিছুক্ষণ পর পোস্টটি মুছে ফেলা হয় এবং শহিদুল আলম নিজেই জানান, সেটি আসলে ভুলবশত প্রকাশিত হয়েছিল।
তিনি ব্যাখ্যা দেন, ওই লেখাটি একটি ভিডিও স্ক্রিপ্টের অংশ ছিল, যা জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছিল।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের একটি মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়। তিনি একটি জনপ্রিয় গানের লাইন উদ্ধৃত করে ব্যঙ্গাত্মকভাবে পোস্ট দেন, যা ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
কেউ কেউ তার মন্তব্যকে অসৌজন্যমূলক বলে সমালোচনা করেছেন, আবার অনেকে তা রসবোধের প্রকাশ হিসেবেও দেখছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা অব্যাহত রয়েছে।
