আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (৭ অক্টোবর ) রংপুরের সাংবাদিকদের সাথে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।
সভায় শহরের প্রিন্ট , ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা আসন্ন নির্বাচনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সাংবাদিক সমাজই জাতির বিবেক— তাই নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু তাঁর বক্তব্যে বলেন,“গণতন্ত্রের পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন অনিবার্য। রংপুরের সাংবাদিকরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে এসেছেন— ভবিষ্যতেও তাদের এই ভূমিকা গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভায় বিএনপি নেতারা নির্বাচনী প্রস্তুতি, সংগঠনের করণীয় এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা নিয
