বিমানবন্দরে নেমেই প্রবাসী অসুস্থ, হাসপাতালে মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের এক প্রবাসী ওমান থেকে ঢাকা শাহজালাল বিমানবন্দরের নামার পর হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। তার নাম মুহাম্মদ নাজিম উদ্দিন সিকদার (৪৫)। গতকাল ৭ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে নাজিম উদ্দিনকে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করা হয়। তিনি উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা সমদ আলী সিকদার পাড়ার মৃত হাছান সিকদারের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, ওমান প্রবাসী নাজিম উদ্দিন দীর্ঘ দেড় যুগ ধরে ওমান ও দুবাইয়ে ব্যবসা করতেন। দুবাইয়ে তার বোরকা (গার্মেন্টস) ফ্যাক্টরি রয়েছে, যেখানে বহু বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছে। সেখানে তার স্ত্রী ও দুই সন্তানও থাকেন। এছাড়া ওমানে তার একটি খাবারের হোটেলও রয়েছে।

মৃতের ভাই হেফাজ উদ্দিন সিকদার বলেন, আমার ভাই নাজিম উদ্দিন প্রায়ই দেশে আসা-যাওয়া করতেন। বেশ কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেন। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে এখন আমি মরদেহ গ্রহণের জন্য ঢাকার আগারগাঁও যাচ্ছি। তার স্ত্রী সন্তান ওমান থেকে দেশে আসলে দাফন ও জানাজাসহ প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *