শাপলা ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নিবন্ধন যদি আমাদের দিতে হয় সেটা শাপলা দিয়েই হবে। শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না এবং এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না।’

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শাপলা না দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো আইনি প্রতিবন্ধকতা দেখি নাই।

প্রতিবন্ধকতা অন্য জায়গা থেকে দেখেছিলাম। অদৃশ্য শক্তির এখানে হাত রয়েছে। আমরা সর্বশেষ সংবাদ সম্মেলনেও এই কথাই বলেছিলাম। আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের অনেক সিদ্ধান্ত তাদের মুখ দিয়ে বের না হলেও আমরা বিভিন্ন পত্রিকার প্রথম পেজের মাধ্যমে সেগুলো জানতে পারি।
আমরা সে বিষয়গুলো নিয়ে তাদের প্রশ্ন করেছি।’
আজ আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আড়াই ঘণ্টার মধ্যে প্রথম ৩০ মিনিট আমরা ১৮ বছরের যে ভোটাধিকারের বয়স সেটা নিয়ে কথা বলেছি, প্রবাসী ভোটার নিয়ে কথা বলেছি। দুই ঘণ্টা আমরা তাদের প্রশ্ন করেছিলাম যে প্রতীক প্রশ্নে শাপলা না দিতে চাওয়ার ব্যাখ্যা কী। দুই ঘণ্টা তারা নিশ্চুপ ছিলেন।

কোনো ব্যাখ্যা দিতে পারেননি। কিন্তু আমরা সর্বশেষ তাদের বলে এসেছি যে আপনারা যদি শাপলা না দেন তাহলে ব্যাখ্যা দিতে হবে।’
শাপলা না দিলে ধানের শীষ, তারা ও সোনালি আঁশ বাতিলের দাবি জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যদি রাষ্ট্রীয় কোনো প্রতীকের দায়িত্ব তারা নেন যে এ প্রতীক রক্ষা করবেন তাহলে ধানের শীষ এবং শাপলা সবগুলোকে রক্ষা করে ওই ধরনের আইন সংশোধন করতে হবে। সুতরাং নির্বাচন কমিশনের সামনে দুটি পথ রয়েছে। একটি হলো ধান, তারা, সোনালি আঁশ বাতিল করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *