গুমের ২ মামলায় শেখ হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক ৫ প্রধানসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইজিপিসহ দায়িত্বপ্রাপ্ত বাহিনী প্রধানদের কাছে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় জানায়, আওয়ামী লীগের আমলে টিএফআই সেল ও জেআইসি সেলে গুমের ২ মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট ১২টি দপ্তরে পাঠানো হয়েছে।
চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বুধবারই এই পরোয়ানা সংশ্লিষ্ট দপ্তরগুলোয় পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (৮ অক্টোবর) আওয়ামী লীগের আমলে গুমের ঘটনায় এ দুই মামলার অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই দিন সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এ বিষয়ে পৃথক অভিযোগ দাখিল করেন
শেখ হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আসামিদের মধ্যে রয়েছেন- ডিজিএফআইয়ের সাবেক ৫ প্রধান, শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ প্রমুখ। তবে আসামিদের মধ্যে অনেকেই বিভিন্ন বাহিনীতে কর্মরত রয়েছেন। যদিও চিফ প্রসিকিউটর বলেছেন, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আইন অনুযায়ী তারা এখন আর কর্মরত বলে গণ্য হবেন না।
দু’টি মামলার মধ্যে একটিতে আওয়ামী লীগের আমলে টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে জেআইসি সেলে আটক, গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গুমের অভিযোগে ২টি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে একটিসহ মোট ৩টি ফরমাল চার্জ দাখিল হয়। এরমধ্যে টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় ৫টি ও জেআইসি সেলে আটক, গুম ও নির্যাতনের ঘটনায় ৫টি অভিযোগ আনা হয়েছে।
