হামজা চৌধুরী হংকং চায়নার খেলোয়াড় হলে কোথায় খেলাতেন এমন প্রশ্ন গতকাল করা হয়েছিল কোচ অ্যাশলে ওয়েস্টউডকে। হংকংয়ের কোচ মজার ছলে বলেছিলেন, ‘সম্ভবত বেঞ্চ।’
সেই হামজাই বাংলাদেশকে লিড এনে দিয়েছেন। ম্যাচের ১৩ মিনিটে বাঁ প্রান্তে ফ্রি কিক পেলে তা থেকে বুলেটগতির শট নেন বাংলাদেশের মিডফিল্ডার।
হংকংয়ের গোলরক্ষক শট ঠেকানোর আগেই জালে খুঁজে নেয়। বাংলাদেশের হয়ে হামজার এটি দ্বিতীয় গোল। ২০ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
এর আগে বাংলাদেশ শমিত শোম ও দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে না রেখেই মাঠে নামে বাংলাদেশ।
