মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশন”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

আজ মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো “মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশন”-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান। বিকাল ৪:০০ঘটিকায় ফাউন্ডেশনটির প্রধান কার্যালয়ে(বিসমিল্লাহ প্লাজা – ৪র্থ তলা, সিপাহীপাড়া) উক্ত অনুষ্ঠান আয়োজিত হয়।

জ্ঞান, সততা ও কর্মদক্ষতা দিয়ে সামাজিক ও জাতীয় উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এই ফাউন্ডেশনটির লক্ষ্য—একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক ও দায়িত্বশীল প্রজন্ম গড়া

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক মুজাহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ আল আমিন, নির্বাহী পরিচালক নুরুল আমিন সহ নির্বাহী সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা, বৃত্তি কার্যক্রম, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, এই ফাউন্ডেশন বর্তমান এবং আগত প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, “মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশন”-এর কার্যক্রম মুন্সীগঞ্জ জেলাজুড়ে শিক্ষার্থীদের মাঝে আশা, স্বপ্ন ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত করবে।

একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই পারে সমাজকে বদলে দিতে। মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশন চায় সেই পরিবর্তনকারীদের অংশ হতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *