‘আগে শিক্ষার্থীরা নেতাদের গুনে চলতে হতো, রাকসু হওয়ার পর নেতৃত্ব দিতে শিখবে’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, ‘রাকসু শিক্ষার্থীদের নেতৃত্ব শেখাবে, নেতাদের গুনে চলা নয়। আগে শিক্ষার্থীদের নেতাদের গুনে চলতে হতো, কিন্তু রাকসু হওয়ার পর শিক্ষার্থীদের আর নেতাদের গুনে চলতে হবে না বরং নিজেরাই নেতৃত্ব দিতে শিখবে। রবিবার (১২ অক্টোবর) দুপুরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাকসু নির্বাচনের পোলিং এজেন্টদের সঙ্গে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

নির্বাচনী পরিবেশ ও আচরণবিধি প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘আমরা খুবই আশাবাদী, নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত অত্যন্ত সুন্দর।

প্রতিদ্বন্দিতার পাশাপাশি শিক্ষার্থীরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে প্রচারণা চালাচ্ছে এটাই সবচেয়ে ইতিবাচক দিক।’ তিনি আরো বলেন, ‘টুকটাক কিছু ব্যত্যয় ঘটছে না তা নয়, তবে বড় কোনো ঘটনা ঘটেনি। সিন্ডিকেট থেকে যে নির্বাচন কমিশন করা হয়েছে, তারা অত্যন্ত শক্তিশালী ও ধৈর্যশীলভাবে কাজ করছেন। শিক্ষার্থীদের স্বার্থেই তারা নানা অপপ্রচার হজম করছেন।


উপাচার্য বলেন, ‘সকলের উচিত আচরণবিধি মেনে চলা। আমরা সবাই সচেতন নাগরিক, তাই বারবার এই কথা মনে করিয়ে দিতে চাই না। শিক্ষার্থীরা যেন নিজেদের দায়িত্ব ও নেতৃত্ববোধ দিয়ে এই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখে—এটাই প্রত্যাশা।’

সভায় আরো বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক মো. মাঈন উদ্দিন, অধ্যাপক ফরিদ উদ্দিন খান, রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান।

সভায় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা, পোলিং অফিসার, পোলিং এজেন্ট ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *