চবি শিবিরের এজিএস প্রার্থীকে নিয়ে সহপাঠীর স্ট্যাটাস ‘মুন্নার মতো ছেলে শিবিরের তৈরি?’

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের এজিএস পদপ্রার্থী সাজ্জাত হোছন মুন্নাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার সহপাঠী আফসারুন্নেসা তানিয়া।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় তিনি নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাসটি দেন। যেখানে মুন্নার আচরণ ও কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন তিনি।

স্ট্যাটাসে আফরারুন্নেসা তানিয়া লিখেছেন, “সাজ্জাত হোছন মুন্না ফাইন্যান্স বিভাগে আমাদের ব্যাচের বন্ধুদের মধ্যে আমার দেখা সবচেয়ে অমায়িক ছেলে। বিশেষ করে তার সহযোগিতার মানসিকতা আমাকে অভিভূত করে।

অভ্যুত্থানের পরে যখন জানলাম সে ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত, তখন খুব অবাক হলাম। ভাবতাম, মুন্নার মতো ছেলে শিবির করে? অথবা মুন্না কি শিবিরের তৈরি? এককথায় শিবির সম্পর্কে ধারণা পাল্টে গেছে ওকে দেখে।

সে একইসাথে ডিপার্টমেন্টের টপ পজিশন, রাজনীতিতে সময় দেওয়া, সামাজিক কার্যক্রম—সব কিভাবে সামলে নিচ্ছে, ভেবে পাই না। মাঝেমধ্যে ওর এক্টিভিটিজ দেখলে মনে হয় খুব কম কাজই করি আমরা।

মুন্না আমাদের ব্যাচের গর্ব। মুন্নার মতো ছেলে যদি চাকসুতে নির্বাচিত হয়, তাহলে আমরা মেধাবী নেতৃত্ব পাবো। মুন্নাকে যত কাছ থেকে দেখবেন, ততই মুগ্ধ হবেন।”

স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই সহপাঠীদের মাঝে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই মন্তব্যের মাধ্যমে মুন্নার প্রশংসা করেছেন এবং তার সাফল্য কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *